বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা আসতে পারে বলে ধারণা জাতিসংঘের

সুরমা টাইমস ডেস্ক:: মিয়ানমারের রাখাইনে দমন-পীড়ন চলতে থাকলে বছরের শেষ নাগাদ ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করছে জাতিসংঘের সংস্থাগুলো।

বৃহস্পতিবার কক্সবাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এমন আশঙ্কার কথা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অপারেশসন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মোহামুদ ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সহকারী হাইকমিশনার জর্জ ওকোথ-ওব্বো।

গত ২৫শে আগস্ট রাখাইন রাজ্যে দুই ডজনের বেশি সেনা ও পুলিশ চৌকিতে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এরপর হামলা-নির্যাতন-ধর্ষণের শিকার হয়ে এ পর্যন্ত চার লাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে।

এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট ভূমিকা পালন করছে না বলেও মনে করছেন আবদিকার মোহামুদ । শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটে দ্রুত সাড়া দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xEmY9e

September 15, 2017 at 11:10PM
15 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top