কলম্বো, ০৪ সেপ্টেম্বর- পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তার পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে আগেই র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য ছিল ১২। শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছেন কোহলি। ওয়ার্নারের সঙ্গে এখন তার পয়েন্ট ব্যবধান ২৬! পাশাপাশি কোহলি ছুঁয়ে ফেলেছেন ভারতের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ১৯৯৮ সালে ভারতের কোনো ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন শচীন। এখনো পর্যন্ত ওটাই ভারতীয় কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। শচীনের ১৯ বছর পর সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন কোহলি। কোহলির পাশাপাশি র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন ভারতের বোলার জাসপ্রিত বুমরাহ। ২৭ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন চতুর্থ স্থানে। ৫-০ ব্যবধানে সিরিজ হেরে শ্রীলঙ্কা সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে ভারতের বিপক্ষে অন্তত দুটি ম্যাচে জেতা দরকার ছিল লঙ্কানদের। আর/১৭:১৪/০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gxIKAF
September 05, 2017 at 12:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top