নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বরঃ প্রয়াত হলেন ভারতীয় বায়ুসেনার প্রথম মার্শাল আর্জন সিং। পাঁচতারা পদমর্যাদার তিনি ভারতের প্রথম বায়ুসেনা অফিসার ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভরতি হন তিনি।
দেশের প্রবীণতম এয়ার মার্শালের অসুস্থতার খবর পেয়ে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে দেখতে হাসপাতালে যান। সেখানে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তিনি টুইট করে জানান ভারতীয় এয়ারফোর্স মার্শাল অর্জন সিংয়ের অবস্থা ভালো নয়।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও গিয়েছিলেন তাঁকে দেখতে।
অর্জন সিং খ্যাতি পেয়েছিলেন ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। মাত্র ৪৪ বছর বয়সে এয়ার স্টাফ অর্জন সিং যুব বায়ুসেনাকে নেতৃত্ব দিয়েছিলেন। যা ভারতের ইতিহাসে প্রথম।
গতবছর পশ্চিমবঙ্গের পানাগড়ে এয়ারফোর্স বেসটির নামকরণ অর্জন সিংয়ের নামে করা হয়। তিনি একমাত্র জীবিত সেনা অফিসার, যার নামে বায়ুসেনাঘাঁটির নামকরণ করা হয়।
১৯৬৯ সালে অবসর নেন তিনি। ১৯৭১ সালে ভারতীয় হাইকমিশন করে তাঁকে সুইত্জারল্যান্ডে পাঠানো হয় তাঁকে। ১৯৮৯ সালে দেশে ফিরলে তাঁকে লেফটেন্যান্ট গভর্নর হয়েছিলেন তিনি।
ভারতীয় বায়ুসেনার তরফে ২০০২ সালে তাঁকে ফাইভ স্টার পদমর্যাদা দিয়ে সম্মান জানানো হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fqZvxI
September 16, 2017 at 10:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন