ঢাকা, ০৩ সেপ্টেম্বর- এবারের ঈদ উদযাপন করতে খুব একটা সময় পাননি তামিম-মুশফিকরা। কারণ ঈদের একদিন পর থেকে চট্টগ্রাম টেস্ট শুরু। ফলে তড়িঘড়ি করেই ঈদ কাটাতে হলো টাইগার ক্রিকেটারদের। ঈদের আনন্দে ঘাটতি পড়লেও প্রথম টেস্ট জয়ের হাসিটা মুখে লেগেই ছিল টাইগারদের। মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে প্রায় সাড়ে তিনদিনে পরাজিত করার পর মুশফিক বাহিনীর মনে এবার বাংলাওয়াশের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়ে গেলেন ঢাকা টেস্টের জয়ের নায়ক সাকিব আল হাসান। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নাম্বার ওয়ান ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে গণভবনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শুভেচ্ছা বিনিময় শেষে সাকিব আল হাসানকে মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী এবং মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দেন। এদিকে ঢাকায় ঈদ করা-সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ শনিবার রাত ৯.৩০টায় চট্টগ্রামে পৌঁছেছেন। টিম হোটেলে ব্যাগ রেখে ১০টার দিকে তারা ছুটে যান তামিমের বাসায়। সেখানে তাদের জন্য অপেক্ষা করেন প্রথম ধাপে চট্টগ্রামে আসা ছয় ক্রিকেটার-নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হক। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। সবাই মিলে সময়টা দারুণ উপভোগ করেছেন। সতীর্থদের মেহমানদারি করেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। খাওয়া-দাওয়ার পর বেশ আড্ডা হয়। উল্লেখ্য, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ৪ থেকে ৮ আগস্ট চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আর/১৬:১৪/০৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wyGPTU
September 03, 2017 at 09:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top