ভরসন্ধ্যায় হিলকার্ট রোডে সোনার দোকানে ডাকাতির চেষ্টা, তদন্তে অনেক প্রশ্ন উঠছে

শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ পুজোর মুখে ভরসন্ধ্যায় শিলিগুড়ির হিলকার্ট রোডে নামী সোনার দোকানে ডাকাতির চেষ্টা। মণিপুরের তিন দুষ্কৃতী নেপাল থেকে সম্ভবত একটি গাড়িতে এদিনই শিলিগুড়িতে আসে। সন্ধ্যা সাতটা নাগাদ তারা হানা দেয় সোনার দোকানে। নিরাপত্তারক্ষীকে গুলি করে তার বন্দুক কেড়ে নিয়ে দোকানে ঢুকে তারা কর্মচারীদের একটি ব্যাগে গয়না ভরে দিতে বলে। তাদের দু-জন দোকান থেকে বেরিয়ে গুলি চালাতে চালাতে পালানোর চেষ্টা করে। সেই গুলি একজনের পায়ে লাগে। কিন্তু স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে ধরে ফেলে গণপিটুনি দিতে থাকে। ইতিমধ্যে তৃতীয় জন আরেকটি ব্যাগে সোনা ভরে দোকান থেকে বের হওয়া মাত্রই দোকানের বাকি নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে। শুরু হয় গণপিটুনি। পুলিশ এসে তিন দুষ্কৃতীকে হাসপাতালে নিয়ে যায়।

গোটা ঘটনায় স্তম্ভিত শিলিগুড়ির ব্যবসায়ী মহল। পুজোর বাজারের ভিড়ে ভরসন্ধ্যায় শহরের হিলকার্ট রোডে দুষ্কৃতীরা এভাবে বেপরোয়া হামলা করতে পারে, এমন কল্পনাও করতে পারেননি তাঁরা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তদন্তে নেমে গোটা ঘটনায় অনেক অসংগতিও পাচ্ছে পুলিশ। কেন ডাকাতরা এত ঝুঁকি নিয়ে হিলকার্ট রোডের সোনার দোকানকে বেছে নিল, তাদের স্থানীয় সোর্স কারা, তারা কেন একদিনের মধ্যে নেপাল থেকে এসে অপারেশন চালাল, মণিপুরের বাসিন্দা হয়েও তারা কীভাবে শিলিগুড়িকে টার্গেট করল—এসব প্রশ্নই উঠছে তদন্তে।

ছবিঃ হিলকার্ট রোডে সোনার দোকানে ডাকাতির চেষ্টার পর তদন্তে পুলিশ।- রাহুল মজুমদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vTZgVY

September 09, 2017 at 10:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top