সুরমা টাইমস ডেস্ক: পূর্ব জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতাই মেম্বারের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার একযুক্ত বিবৃতিতে জাফলংয়ের নয়াবস্তি, কান্দিবস্তি, লাখেরপারসহ বিভিন্ন গ্রামবাসী আতাই মেম্বারের মুক্তির দাবি করেন।
গ্রামবাসীর পক্ষে মো. মকদ্দছ আলী, সুরুজ মেম্বার, মঈন মিয়া, ফজলু মিয়া, আখলাছ মিয়া, হেলাল আহমদ, বিল্লাল মিয়া, কামাল মিয়া, মাতাই, মিছির আলী, শিবুল আহমদ, আবুল হোসেন, অবিদ, হানিফ প্রমুখরা বিবৃতিতে বলেন, জাফলং পাথর কোয়ারীতে বোমা মেশিন বন্ধে প্রশাসনের হয়ে নি:স্বার্থ কাজ করে যাচ্ছেন।
এতে করে পরিবেশ নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এতে পরিবেশ বিধংসকারী কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্রের ষড়যন্ত্রের শিকার হন তিনি। অবিলম্বে ওই এলাকার উন্নয়নকামী আতাই মেম্বারকে নিঃশর্ত মুক্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান নয়াবস্তি, কান্দিবস্তি, লাখেরপারসহ বিভিন্ন গ্রামের সর্বস্থরের জনগণ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y8Fsf9
September 14, 2017 at 09:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.