মুম্বাই, ০২ সেপ্টেম্বর- ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কমেডিয়ান সুনীল গ্রোভার। গত শুক্রবার থেকে প্রবল জ্বরের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, সুনীল বলেছেন, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারব। গত মার্চে কপিল শর্মার সঙ্গে বিমানের মধ্যে প্রকাশ্যে ঝামেলার পর দ্য কপিল শর্মা শো ছেড়ে বেরিয়ে এসেছেন সুনীল। তারপর বেশ কয়েকটি রিয়্যালিটি শো-এ স্বল্প সময়ের জন্য দেখা গেছে তাঁকে। কিন্তু কোনও ভাবেই কপিলের সঙ্গে তাঁর ঝামেলা মিটিয়ে নেওয়ার কোনও সম্ভবনা দেখা যায়নি। গতকাল দ্য কপিল শর্মা শো বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় কপিল নিজেও খবরটি কনফার্ম করেছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সুনীল। আর/১০:১৪/০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ePtu1H
September 03, 2017 at 05:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top