ইসলামাবাদ, ১৬ সেপ্টেম্বর- পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতেও নিঃস্প্রভ তামিম ইকবাল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৮৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে বিশ্ব একাদশ। কিন্তু ম্যাচের শুরুতেই সমর্থকদের হতাশ করেন তামিম ইকবাল। ১০ বলে তিনটি চারের সৌজন্যে মাত্র ১৪ রান করেই উসমান খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের হার্ড-হিটার এই ওপেনার। বিশ্ব একাদশের দলীয় স্কোর তখন ১৫। ২০০৯ সালে পাকিস্তানে ক্রিকেট খেলতে গেলে শ্রীলংকা জাতীয় দলের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তারপর থেকেই সেখানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। তবে নিজেদের মাটিতে ক্রিকেট ফেরাতে সব ধরণের চেষ্টাই চালিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তি পাকিস্তান। সেই লক্ষ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই আয়োজন। বিশ্ব একাদশের হয়ে খেলতে গিয়ে গত নয় বছরে পাকিস্তানে খেলা দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হলেন তামিম ইকবাল। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। লাহোরে খেলা তিন ম্যাচে তার রান ১৮, ২৩ এবং ১৪। অর্থাৎ বিশ্ব একাদশের হয়ে তামিম ইকবালের মোট রান ৫৫। এজন্য তামিম ইকবাল পেয়েছেন এক লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্কটা ৮২ লাখ টাকার কিছু বেশি। তবে শেষ ম্যাচে বিশ্ব একাদশ ৩৩ রানে হারায় তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আর/০৭:১৪/১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wiqi9T
September 16, 2017 at 03:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top