জম্মু, ৩০ সেপ্টেম্বরঃ জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন অঞ্চলে ফের পাক সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। ১৪-ফুট দৈর্ঘ্যের ওই সুড়ঙ্গটি পাকিস্তানের দিক দিয়ে খোঁড়া হয়েছিল বলে বিএসএফ সূত্রে খবর।
বিএসএফ সূত্রে খবর, আর্নিয়া সেক্টরের দমন এলাকার অন্তর্গত বিক্রম ও পটেল পোস্টের মাঝে তল্লাশি অভিযান চালানোর সময় এই সুড়ঙ্গটির খোঁজ পান জওয়ানরা। সুড়ঙ্গটির নির্মাণ অসম্পূর্ণ ছিল বলেও জানা গিয়েছে। সুড়ঙ্গের ভেতর থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া একটি ২০-ফুটের পাক-সুড়ঙ্গের খোঁজ পেয়েছিল বিএসএফ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2x4JC5Q
September 30, 2017 at 09:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন