কুমিল্লা বিমান বন্দরে শরতের কাশফুল

কুমিল্লার বার্তা ডেস্ক ● চলছে শরৎ কাল, তাই কাশফুলও ফুটছে। প্রকৃতির এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই। কাশফুল একান্তই আমাদের নিজস্ব ফুল, জন্ম এ উপমহাদেশেই। ভারত, নেপাল, ভুটান, আফ্রিকা প্রভৃতি দেশেও কাশফুল ফোটে। ফুল হিসেবে কাশফুলের কোনো কদর নেই, কেউ তা চাষও করে না। নদীর চরে বা তীরে, জলাডোবার ধারে ঘাসের মতো আপনা আপনি জন্মে।

ঋতুচক্রের পালায় এসেছে শরৎ। শরতকে বলা হয় শুভ্রতার প্রতীক। শরতের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে  সাদা মেঘের ভেলা। শরতে জেগে উঠেছে গোটা প্রকৃতি। এই  প্রকৃতিকে বর্ণিল করে তুলতে  ফুটেছে শরতের কাশ ফুল। শরতের অন্যতম আকর্ষণ কাশবন। কাশফুল।

কাশ তৃণ বা ঘাস জাতীয় ফুলগাছ। কাশগাছ ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত লম্বা হয়। শরত্কালে কাশগাছে সাদা ও রুপালি রঙের ফুল ফোটে। কাশফুল পালকের মতো নরম। কাশের আদি নিবাস ভারত। বাংলাদেশে নদীর তীর, বিল, অবারিত মাঠ, চরাঞ্চল, পাহাড়, উঁচু জমি এবং ভারতের গয়া অঞ্চল জুড়ে কাশফুল ফুটতে দেখা যায়।

কুমিল্লা শহরের আশপাশে রয়েছে অনেক কাশবন। চাইলে ঘুরে আসতে পারেন কুমিল্লা বিমান বন্দর এলাকায়। নের। এক বিকেল কাটিয়ে আসতে পারেন রাশি রাশি কাশফুলের সাথে।

ছবি: সাইফুল রাজু | মডেল: সন্দায় ও তিতলি

The post কুমিল্লা বিমান বন্দরে শরতের কাশফুল appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2wWIZLO

September 27, 2017 at 09:53PM
27 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top