চট্টগ্রাম, ০৪ সেপ্টেম্বর- চারজন ব্যাটসম্যান আউট, চার জনই এলবিডব্লিউ। চার বারই বোলার ন্যাথান লায়ন। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মিরপুর টেস্টে যা হলো, তেমন কিছু আগে কখনও দেখেনি টেস্ট ক্রিকেট। একই বোলারের বলে প্রথম চার ব্যাটসম্যান এলবিডব্লিউ! লায়ন শুরু করেছিলেন তামিম ইকবালকে আউট করে। এরপর ফিরিয়ে দেন ইমরুল কায়েসকেও। ছোট একটি জুটির পর সৌম্য সরকারকে ফেরান লাঞ্চের ঠিক আগে। লাঞ্চের পর তুলে নেন থিতু হয়ে যাওয়া মুমিনুল হককেও। চারটিই এলবিডব্লিউ। প্রথম চার ব্যাটসম্যানই এলবিডব্লিউ টেস্ট ক্রিকেট দেখেছে এর আগে ছয় বার। কিন্তু সেই চার উইকেট একই বোলার পেলেন এই প্রথম। প্রথম চার ব্যাটসম্যানই এলবিডব্লিউ প্রথম হয়েছিল ১৯৯৯ সালে। ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের চার উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়া। তিনজনকে এলবিডব্লিউ করেছিলেন গ্লেন ম্যাকগ্রা, একজনকে জেসন গিলেস্পি। ২০০১ সালে বুলাওয়াওয়েতে জিম্বাবুয়ের চার ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তিনটি নিয়েছিলেন কলিন স্টুয়ার্ট, একটি নিল ম্যাকগ্যারেল। ২০০৩ সালে সিডনিতে তিনজনকে এলবিডব্লিউ করেছিলেন অ্যান্ডি ক্যাডিক, একজনকে ম্যাথু হগার্ড। অস্ট্রেলিয়ার প্রথম চারকে এলবিডব্লিউ করেছিল ইংল্যান্ড। তিনজনকে এলবিডব্লিউ করেছিলেন লাসিথ মালিঙ্গা। একজনকে সনাৎ জয়াসুরিয়া। ২০০৫ সালে নেপিয়ারে নিউ জিল্যান্ডের চারজনকে এলবিডব্লিউ করেছিল শ্রীলঙ্কা। ২০০৪ সালে ক্যান্ডিতে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করেছিল শ্রীলঙ্কা। ২০১২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম চারজনকে এলবিডব্লিউ করেছিল অস্ট্রেলিয়া। সেবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৫ জনই হয়েছিলেন এলবিডব্লিউ, বোলার ছিলেন ভিন্ন ৫ জন। আর/১৭:১৪/০৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eCN6Jy
September 04, 2017 at 11:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top