রোহিঙ্গাদের জন্য আরও ২০ মেট্রিক টন ত্রাণ পাঠালো ইন্দোনেশিয়া

সুরমা টাইমস ডেস্ক: মিয়ানমারে দমন-পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও দুটি উড়োজাহাজে প্রায় ২০ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া।

সোমবার (১৮ই সেপ্টেম্বর) সকাল ১০টা এবং বেলা সোয়া ১১টায় উড়োজাহাজ দুটি ত্রাণ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

এ নিয়ে মোট আটটি চালানে রোহিঙ্গাদের জন্য প্রায় ৭৭ মেট্রিক টন ত্রাণ পাঠাল ইন্দোনেশিয়া।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান সোমবার সকালে বিমানবন্দরে বাংলাদেশের পক্ষে ত্রাণের চালান বুঝে নেন।

তিনি বলেন- সকাল ১০টায় আসা চালানে লুঙ্গি, জেনারেটর, ফ্যামিলি কিটস এবং বিভিন্ন ধরনের খাবার পাঠানো হয়েছে। পরের চালানে এসেছে বিস্কুট, নারকেল তেল ও লুঙ্গি।

সোমবারের পাঠানো দুটি চালানসহ এখন পর্যন্ত পাঁচটি দেশ থেকে মোট আড়াইশ মেট্রিক টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে।

এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে।

১৪ই অগাস্ট ইন্দোনেশিয়ার পাঠানো প্রথম দুটি চালানে ২০ টন ত্রাণের মধ্যে চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার ছিল।

পরদিন ১৫ই অগাস্ট আসা দুটি চালানে ছিল কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাংক, ফ্যামিলি কিটস ও ১০ মেট্রিক টন চাল।

১৬ই অগাস্ট আরও দুটি চালানে চাল, কম্বল, তাঁবু, শুকনো খাবার, তৈরি খাবার মিলিয়ে আরও ২০ মেট্রিক টন ত্রাণ পাঠায় ইন্দোনেশিয়া।

রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট সাত হাজার টন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

এছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2x9TRdk

September 18, 2017 at 09:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top