মোমেন্টস, অবিশ্বাস, মায়া, দেয়াল, অক্ষর, দূরবীন, বীর, রূপ ও আলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার আরো একটি অসাধারণ গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এবার তিনি সমাজের সত্যিকারের এক হিরোর গল্প নিয়ে এলেন। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির নাম দ্য হিরো। গত বুধবার সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পায়। বরাবরের মতো এই নির্মাতা নতুন গল্পটাও অন্যগুলোর চেয়ে আলাদা। এ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, এবারের চলচ্চিত্রে আমি এমন একজন হিরোর গল্প বলেছি, যে কিনা আমাদের প্রত্যেকের মাঝে অবস্থান করে কিন্তু খুব সহজে সামনে আসে না। আর এই হিরো যখনই সামনে এসেছে, তখনই পুরো সমাজ ব্যবস্থার ভীত নাড়িয়ে দিয়েছে। এই হিরো সিনেমার হিরো নয়, এ বাস্তবের অর্থাৎ সত্যিকারের হিরো! প্রকাশের পর দর্শকের অনেক সাপোর্ট পাচ্ছি। দ্য হিরোতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া খানম ও চলচ্চিত্রাভিনেতা সাগর আহমেদ। নাদিয়া বলেন, এই কাজটি করে আমার কাছে মনে হয়েছে প্রতিটি মানুষের স্বল্পদৈর্ঘ্যটির চরিত্রের মতো হওয়া উচিৎ। আমাদের সমাজে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় এতে উঠে এসেছে। সাগর বলেন, সত্যিকারের হিরোর গল্প দ্য হিরো। আমার জীবনে বেস্ট কাজ এটি। গল্পে চরিত্রে আমি নিজেকে উপলব্ধি করতে পেরেছি। আমার ধরনা দর্শকরাও পারবেন। সেফ ফুডস-এর ব্যানারে নির্মিত এবং টাইগার মিডিয়া পরিবেশিত দ্য হিরো একটি মোশন ভাস্কর নির্মাণ। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। ঈদের আগের দিন রাতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বলো না শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ করা হবে। আরএস/০৯:৫৩/২২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xshQnr
September 22, 2017 at 04:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন