অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর পরই ফের খেলায় ফিরছে টাইগাররা। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে তারা। টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে দল ঘোষণার কথা ছিল শনিবার (৯ সেপ্টেম্বর)। তবে সেটি দুদিন পেছালো বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। মূলত, আরেকটু বিচার-বিশ্লেষণ করে তবেই গুরুত্বপূর্ণ সফরটির জন্য দল বাছাই করতে চাচ্ছেন বিসিবি কর্তারা। এবিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আকরাম খান বলেন, আমরা দক্ষিণ আফ্রিকার জন্য দল ঘোষণা করতে আরো দুই দিন সময় নিচ্ছি। শনিবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে আলোচনা হয়েছে। দল কেমন হবে, কতজন যাবে সেটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে দুদিন পর। তাই এখনই দল নিয়ে কোন কিছু বলতে পারছি না। তবে আমরা চাইছি ১২ বা ১৩ তারিখের মধ্যে দল ঘোষণা করতে। সেরা দল নির্বাচনে সময়তো লাগবেই। কারণ এখানে অনেক কিছু বিষয় বিচার বিবেচনা করতে হবে। সফরে বল মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে। ২৮ অক্টোবর শুরু হয়ে এই সিরিজ শেষ হবে ১০ অক্টোবর। এরপর ১৫ অক্টোবর থেকেই ওয়ানডে সিরিজ। এই অল্প সময়ে যাতে খেলোয়াড় পালাবদল করা না লাগে এজন্য প্রায় একই স্কোয়াড বা বাড়তি কিছু খেলোয়াড়কে নিয়ে একসাথে ঢাকা ছাড়ার কথা ভাবছে বোর্ড। আকরাম খান আরও বলেন, আমরা চেষ্টা করছি ১২ তারিখের আগেই দল ঘোষণা করতে। শুরুতেই আমরা টেস্ট দল ঘোষণা করবো। তবে কতজন যাবে সেটি এখনো বলতে পারছি না।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xo0LMA
September 10, 2017 at 11:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top