সুরমা টাইমস ডেস্ক:: আধিপত্য বিস্তার করতে টিলাগড়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসয় একটি রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে দেন। সংঘর্ষে টিলাগড় পয়েন্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টিলাগড়ের আজাদ-রঞ্জিত গ্রুপের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলকালে বেশ কয়েক রাউন্ড গুলিও শব্দও শোনা যায় বলে জানান স্থানীয়রা।
সূত্রে জানা যায়- টিলাগড়স্থ আজমীর হোটেলে রঞ্জিত গ্রুপের কর্মীরা বসে আড্ডা দিচ্ছিল। এসময় আজাদ গ্রুপের কর্মীদের সাথে বিরোধের জের ধরে হাতাহাতি হয় রঞ্জিত গ্রুপের কর্মীদের। এক পর্যায়ে আজাদ গ্রুপের কর্মীরা হোটেল ভাংচুর ও রাজমহলে হামলা চালিয়ে ভাংচুর করে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন- ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বিরোধের জেরধের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে এসে কাউকে পায়নি। তবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে জানান তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xUJlHv
September 22, 2017 at 01:33AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন