পরপর দুটি অলিম্পিক আয়োজক শহরের নাম ঘোষণা

লুসান (সুইজারল্যান্ড), ১৪ সেপ্টেম্বরঃ আগামী দুটি অলিম্পিক আয়োজক শহরের নাম ঘোষণা করে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।  বৃহস্পতিবার কমিটির তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে। ২০২৮ সালে এই আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।  এই প্রথমবার এভাবে একসঙ্গে পরপর দুটি অলিম্পিক আয়োজক শহরের নাম ঘোষণা করে দেওয়া হল। এর আগে প্যারিস ও লস অ্যাঞ্জেলস দু’বার করে অলিম্পিকের আয়োজন করেছে। প্যারিসে শেষবার অলিম্পিকের আসর বসেছিল ১৯২৪ সালে। সেই হিসাবে ঠিক একশো বছর বাদে ফের সেখানে অলিম্পিক আয়োজিত হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, বিগত বেজিং ও রিও অলিম্পিক বারবার নানা কারণে বিতর্কের শিরোনামে উঠে এসেছে। এছাড়া দর্শকসংখ্যা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই আয়োজক শহরের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাইল না অলিম্পিক কমিটি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y9eX9s

September 14, 2017 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top