ঢাকা, ১৬ সেপ্টেম্বর- তৃতীয় আসরের চ্যাম্পিয়ন তারা। চতুর্থবারও দল ভাল ছিল; কিন্তু শেষ পর্যন্ত কাগজে কলমের হিসেবের সাথে মাঠের হিসেব মেলেনি। তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চতুর্থবার কিছুই করতে পারেনি। উল্টো ফ্র্যাঞ্চাইজিদের সাথে অধিনায়ক তথা টিম ম্যানেজমেন্টের মত পার্থক্য ও মনোমালিন্য নিয়েই কথা হয়েছে বেশি। এবার তাই সব পাল্টে নতুন টিম ম্যানেজমেন্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। নতুন আইকন। কোচও নতুন। মাশরাফির বদলে এবারের আইকন তামিম ইকবাল। আর মিজানুর রহমান বাবুলের বদলে এবারের কোচ সালাউদ্দীন। শুধু টিম ম্যানেজমেন্টে রদবদলই নয়। কাগজে কলমে একটা সমৃদ্ধ ও শক্তিশালী দলও গড়েছে কুমিল্লা। আইকন তামিমের সাথে আগেরবারের ইমরুল কায়েস, লিটন দাস ও অলরাউন্ডার সাইফউদ্দিনকে রেখে দিয়েছে তারা। সাথে বিদেশি কোটায় মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, পাকিস্তানের হাসান আলী, ফাহিম আশরাফ, আফগানিস্তানের রশিদ খান, ফাখর জামানেরমত তারকা ক্রিকেটার এবং সময়ের অন্যতম আলোচিত একঝাঁক পারফরমারের সমারোহ এবার কুমিল্লায়। তাইতো প্লেয়ার্স ড্রাফট শেষে দলটির অন্যতম সত্তাধিকারী নাফিসা কামালের মুখে সন্তুষ্টির হাসি। মুখে আত্মবিশ্বাসী সংলাপ, ওভারঅল আমরা নিজ দল নিয়ে কনফিডেন্ট। আমাদের যে প্লানিং ছিল, সেটা পূর্ণ হয়েছে। যাদের টার্গেট করা হয়েছে, তাদের বেশিরভাগকেই নিতে পেরেছি। সে আলোকে বলবো আমরা লাকি। কোচ ও ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, সবাই সন্তুষ্ট। আগের বছরের ব্যর্থতা ঝেড়ে মুছে সামনে আগানোর লক্ষ্যেই আইকন ও কোচ পদে পরিবর্তন। এ কথা জানিয়ে নাফিসা কামাল বলেন, সামনে আগাতে হলে কিছু পরিবর্তন-পরিবর্ধন করতেই হয়। নতুন করে চেঞ্জ তো দরকারই। আমরা তাই করেছি। একটা মানুষকে বড় না করে আমরা দলকে বড় করে দেখেছি। দল গঠনের ক্ষেত্রে আমরা যারা বর্তমানে ভাল খেলছে ও ফর্মে আছে তাদেরকেই অগ্রাধিকার দিয়েছি। আসলে নতুন ও পুরাতন মিলে একটা ব্যালেন্সড দল গঠন করার ইচ্ছে ছিল। তা অনেকটাই পূর্ণ হয়েছে। কুমিল্লার নতুন কোচ সালাউদ্দীন অবশ্য নিজ দলকে এক নম্বর বলতে নরাজ। তার কথা, মোট দলই সাকুল্যে সাতটি। সেখানে কাউকে খুব বেশি এগিয়ে রাখার অবকাশ নেই। তবে আমাদের দল ভাল হয়েছে। আমি সন্তুষ্ট দল নিয়ে। বাকিটা মাঠে দেখা যাবে। আর/১০:১৪/১৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x4QynF
September 17, 2017 at 04:24AM
16 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top