বেসরকারি টেলিভিশন মাছরাঙায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক প্রেমনগর। প্রতি সোম ও মঙ্গলবার রাত ১১টায় প্রচারিত হবে নাটকটি। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় কমেডিনির্ভর নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কে এস ফিরোজ, সাবেরী আলম, মীর সাব্বির, উর্মিলা, আরফান আহমেদ, আ খ ম হাসান, তাসনুভা তিশা, ডা. এজাজ, তানিয়া বৃষ্টি, শবনম পারভীন, শিরিন আলম, তারিক স্বপন, রাশেদ মামুন অপু, সানজিদা তন্ময় প্রমুখ। গল্পে দেখা যাবে প্রেমনগর নামের এক গ্রামের মানুষদের জীবনযাপনের চিত্র। নামের কারণে হোক বা গ্রামবাসীর আচরণের কারণে হোক পার্শ্ববর্তী গ্রামে প্রেমনগরের অনেক বদনাম। এ গ্রামে কেউ ছেলে বিয়ে করাতে চায় না। ছেলের বউও করতে চায় না এই গ্রামের মেয়েদের। সবার ধারণা, প্রেমনগরের ছেলেমেয়েরা খারাপ। শুধু প্রেম করে বেড়ায়। গ্রামের এই বদনাম দূর করতে কিছু মুরুব্বি শ্রেণির মানুষ প্রভাবশালী জলিল মেম্বারের কাছে যায়। তারা গ্রামে প্রেম নিষিদ্ধ করার দাবি জানায়। কিন্তু জলিল এতে সম্মতি দেন না। কিন্তু নিজের ছেলে যখন একজন দরিদ্র চা-বিক্রেতার মেয়ের প্রেমে পড়ে যায় তখন ছেলেকে সরাসরি বাঁধা দিয়ে গ্রামে প্রেম নিষিদ্ধ করেন। তখনি প্রেম নিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা। আরএস/০২:৫৩/২৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wRaeqU
September 25, 2017 at 08:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন