ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ঝাড়ুদারের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন। এবার আরও বড় বিতর্কে নাম জড়াল অস্ট্রেলিয়ার সাংবাদিক ডেনিস ফ্রিডম্যানের। ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে চলাকালীনই এমন একটি ছবি পোস্ট করলেন ওই সাংবাদিক, যা ইতিমধ্যে ঝড় তুলেছে নেটদুনিয়ায়। কী এমন রয়েছে ছবিতে? রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন ডেনিস। যেখানে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীর ছাড়াই আছে ভারতের একটি মানচিত্র। আর তার পাশেই একটি নারীর অন্তর্বাস। আর সেই অন্তর্বাসের সঙ্গেই তুলনা করে বসেন ভারতীয় মানচিত্রের। তিনি লেখেন, ফেসবুকে একজন মহিলা আমাকে এটা পাঠিয়েছেন। কিন্তু বুঝতে পারছি না কেন ওই ছবিটার মাধ্যমে ভারতের মানচিত্র বোঝাতে চেয়েছেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিরাট কোহলিকে ঝাড়ুদার বলে বিতর্কে জড়িয়েছিলেন এই ডেনিস ফ্রিডম্যান। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, যেখানে বিরাটের হাতে একটি ঝাড়ু ছিল। আর সঙ্গে লেখেন, বিশ্ব একাদশের ম্যাচের আগে ঝাড়ুদাররা স্টেডিয়াম পরিষ্কার করছেন। কিন্তু কোহলিকে ঝাড়ুদার বলায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করেন ডেনিসের। এবারও অবশ্য ছাড় পেলেন না তিনি। সমালোচনার ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। তাকে তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করেন অনেকেই। কেউ কেউ আবার ডেনিসকে পাল্টা দিতে অস্ট্রেলিয়ার মানচিত্র বিকৃত করে ছবি পোস্ট করেন। আর/০৮:১৪/২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wSVdos
September 26, 2017 at 02:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top