ইমদাদুল করিম ঝুমন নামে এক মাদ্রাসা ছাত্র নিখুঁজ

সুরমা টাইমস ডেস্কঃ
নগরীর মিরাপাড়ার ইমদাদুল করিম ঝুমন (১৪) নামের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ঝুমন সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়া পুর্বটিলা গ্রামের সফিক মিয়ার ছেলে ও শাহকরার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝুমন মাদ্রাসা থেকে বেরিয়ে যায়।এরপর থেকে তার আর কোন খোজ-খবর পাওয়া যাচ্ছেনা।এ ব্যাপারে নিখোঁজের পিতা সফিক মিয়া বুধবার দুপুর ১টার দিকে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নং – ৯২০।
নিখোঁজ ঝুমনের পিতা সফিক মিয়া বলেন, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে ফোন আসে,এই বলে যে আপনার ছেলে ঝুমনকে সকাল থেকে খুজে পাওয়া যাচ্ছেনা।খোজ নিয়ে জানা যায়,ঝুমন শাহকরার হাফিজিয়া মাদ্রাসার হোষ্টেলে থাকতো।নিখুজের পিতা সফিক মিয়া জানান, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে বুধবার দুপুরে শাহপরান থানায় সাধারণ ডায়েরী করেছেন।ঝুমনের শারিরিক গঠন দেখতে ভালো, উচ্চতা ৫ফুট ২ইঞ্চি । গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা রংয়ের পাঞ্জাবি ও পায়জামা। কেউ তার সন্ধান পেলে ০১৭১৮২২৩৫১৭ ০১৭০৩৭৯৫১৪৪
০১৭১১১১৩৮১৫ নাম্বারে খবর দেয়ার অনুরোধ জানিয়েছেন তার পিতা সফিক মিয়া।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jIeFTM

September 20, 2017 at 03:37PM
20 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top