প্রধানমন্ত্রী’র নির্দেশে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি স্থগিত

কমিটি স্থগিত

মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশে দলের বিশ্বনাথ উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) দলের কেদ্রীয় কমিটির এক সভায় এ নির্দেশনা দেয়া হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী । এর সত্যতা নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান উপজেলা বিএনপির সাবেক সিাধারণ সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে উপজেলা আ.লীগের বিদ্রুহী নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রের নিকট লিখিত অভিযোগ দেন। বিষয়টি নজরে নিয়ে বৃহস্পতিবার এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, কমিটি স্থগিত করা হয়েছে। তবে বাতিল করা হয়নি। পরবর্তিতে সবার সাথে পরামর্শ করে কমিটি গঠন করা হবে।

কমিটি স্থগিতে ব্যাপারে কেন্দ্রের এখনো কোন নির্দেশনা পাননি বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

img-20170907-wa0012এদিকে,  কমিটি  স্থগিতে খবর শুনে বিশ্বনাথে মিস্টি বিতরণ করেছেন দলের বিদ্রুহী গ্রুপের নেতাকর্মীরা।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xhjoll

September 08, 2017 at 04:07PM
08 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top