বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বৃহস্পতিবার রাতে ফারো আইসল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। এই হ্যাটট্রিকের ফলে জাতীয় দলের হয়ে ১৪৪ ম্যাচে ৭৮ গোল হয় রিয়াল মাদ্রিদের এই তারকার। ৭৮ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসেন। ছাড়িয়ে যান ব্রাজিলের কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড। এই কৃতিত্ব অর্জনের দিনে রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন পেলে। রোনালদোকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে লিখেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে অভিনন্দন। আন্তর্জাতিক সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার পঞ্চম স্থানে উঠে আসায়। সাবাশ। বিশ্বকাপ বাছাইপর্বে ৭ ম্যাচে রোনালদো ১৪ গোল করেছেন। বাছাইপর্বে এখনো ৩টি ম্যাচ বাকি রয়েছে তাদের। ৩ সেপ্টেম্বর হাঙ্গেরি, ৭ অক্টোবর অ্যান্ডোরা ও ১০ অক্টোবর সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল। এই ম্যাচগুলোতে গোলের দেখা পেলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরো উপরে উঠে আসবেন পর্তুগীজ যুবরাজ। আর/০৭:১৪/০২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gwYNSF
September 02, 2017 at 02:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন