হাতির তাণ্ডবে নষ্ট ১০ বিঘা জমির ধান

চালসা, ১৯ সেপ্টেম্বরঃ হাতির তাণ্ডবে নষ্ট হল প্রায় ১০ বিঘা জমির ধান। সোমবার রাতে মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়িতে তাণ্ডব চালায় একপাল হাতি। জানা গিয়েছে, রবিবার রাতে গরুমারা জঙ্গল থেকে শাবক সহ ১১-১২টি হাতির একটি দল খড়িয়ার বন্দর জঙ্গলে আশ্রয় নেয়। সারাদিন জঙ্গলে থাকার পর হাতির দলটি বেরিয়ে আসে লোকালয়ে। এরপর ধান ক্ষেতে তাণ্ডব চালায়। তবে স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের তৎপরতায় হাতির দলটি ভোরের দিকে আবার জঙ্গলে ঢুকে যায়।

খড়িয়ার বন্দরের বিট অফিসার হরিপদ শীল জানান, বর্তমানে হাতির দলটি খড়িয়ার বন্দর জঙ্গলের ২ নম্বর কম্পার্টমেন্টে আশ্রয় নিয়েছে। হাতির দলটির ওপর নজর রাখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w4RapK

September 19, 2017 at 10:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top