কলকাতা, ২২ সেপ্টেম্বর- ককপিট-এ চেপে টালিগঞ্জে পাড়ি জমিয়েছেন ঢাকার উঠতি অভিনেতা রোশান। নির্মাতা কমলেশ্বর মুখার্জি নির্মিত সিনেমাটি কলকাতায় মুক্তি পেয়েছে শুক্রবার (২২ সেপ্টেম্বর)। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করলেও টিজারে নিজেকে খুঁজে পাননি তিনি। তাই দেবের প্রতি খানিকটা নাখোশ এই অভিনেতা। দেবকে উদ্দেশ্য করে ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে রোশান লিখেছেন, ককপিট-এ আমার এতবড় ও গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন টিজারে হারিয়েই গেল। জানি না, দাদা এটা কেন করলেন! এমনটি তো কথা ছিল না। দীর্ঘশ্বাসটা ফেলব কি ফেলব না বুঝতেই পারছি না। ধরে নিচ্ছি যে এমনটাই হয়। তিনি আরো লিখেছেন, বলার অপশনটা আর রাখলো না যে ককপিট আমারও ফিল্ম । যাইহোক, তবুও তাকে ভালোবাসি। যেটা ফিল্মের জন্য কমে যাবে না। তবে শুক্রবার (২২ সেপ্টেম্বর) ছবির মুক্তির দিনে দেওয়া আরেকটি স্ট্যাটাসে দেব, কমলেশ্বরসহ ছবির কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে কলকাতার দর্শকদেরও আমন্ত্রণও জানিয়েছেন রোশান। ছবিতে দেব, রোশান ছাড়াও অভিনয় করেছেন কোয়েল মল্লিক, রুক্মিনী মিত্র। আর/১০:১৪/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hmn2nd
September 23, 2017 at 05:20AM
22 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top