করচারপারের নৌকাবাইছের পুরষ্কার বিতরণ!!


সুরমা টাইমস ডেস্ক ::
০৫নং বালাগঞ্জ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের করচাপার হাওরে সংলগ্ন একটি বিশাল নৌকাবাইছ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।উক্ত অনুষ্টানে ০৬ নৌকা এবং একটি ময়ূরপঙ্কী নৌকাসহ ০৭টি নৌকা উপস্থিত হয়।
উক্ত ০৭টি নৌকার মধ্যে ০৬ টি নৌকার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। তার মধ্যে ১ম স্থান দখল করে,বলভপুরের সুরাব অালীর জলরাজ নৌকা,২য় স্থান দখল করেন,শঙ্করপাড়া(জগন্নাথপুর)জুবায়েলের নৌকা।অার ৩য় স্থান দখল করে,মন্টু মিয়ার উড়াল পঙ্কি নৌকা।উক্ত প্রতিযোগিতায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত হওয়ার কথা বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোঃঅাবদাল মিয়া,জরুরী মিটিং থাকার কারনে উনি ঢাকায় চলে গিয়েছেন।তাই প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মুনিম মিয়া।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,ওয়ার্ড সদস্য অাব্দুস শহিদ (দুলাল),ধারা বিবরণী দিয়ে উৎসাহ যোগান সিলেট ধারা বিবরনীর সম্মানিত সভাপতি,অাব্দুর নূর, এছাড়া উপস্থিত ছিলেন,০৭,০৮,০৯ ওয়ার্ডের মহিলা সদস্যসহ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xdnURe

September 20, 2017 at 01:23PM
20 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top