রোহিঙ্গারা বিপজ্জনক, বলছে কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বরঃ দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক রোহিঙ্গারা। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ২০১২-১৩ সাল থেকে অবৈধভাবে এদেশে ঢুকছে রোহিঙ্গারা। বিভিন্ন ইনটেলিজেন্স এজেন্সি এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে এই উদ্বাস্তু রোহিঙ্গাদের একাংশের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ১৫ পাতার রিপোর্টে কেন্দ্র জানিয়েছে, রোহিঙ্গাদের একাংশের সঙ্গে আইএসআই এবং আই এস-এর মতো সংগঠনেরও যোগ রয়েছে। ভারতে নাশকতার জন্য এদের তারা ব্যবহারও করতে পারে। আগামী ৩ অক্টোবর এ ব্যাপারে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চকে আরও তথ্যও দেবে সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w4usOp

September 19, 2017 at 10:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top