ফ্রি-কিক ও পেনাল্টি নেয়াকে কেন্দ্র করে নেইমার-কাভানি দ্বন্দ্বে সরগরম ফুটবল বিশ্ব। সেই বিতর্কে খানিকটা ঘি ঢাললেন ক্রিস্টফ দুগারে। নেইমারের প্রতি ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলারের পরামর্শ, পিএসজিতে দাদাগিরি থামিয়ে বড়দের সম্মান করতে শেখো নেইমার। ২২২ মিলিয়ন ইউরোতে চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছেন নেইমার। আর চার মৌসুম আগে থেকেই প্যারিসের দলটির হয়ে খেলছেন কাভানি। দলের সিনিয়র হিসেবে পেনাল্টি কিংবা ফ্রি-কিক নেওয়ার একছত্র অধিকার কাভানিরই থাকা উচিত বলে মত দুগারের। কিছু কিছু সময় আমাদের বড়দের সম্মান করতে শিখতে হবে। নেইমার সন্দেহাতীত ভাবে দারুণ একজন ফুটবলার। সে একদিন পিএসজির সেরা খেলোয়াড় হবে। তাই বলে ২২২ মিলিয়ন ইউরোতে এসেছে বলে সে এখনই ক্লাবের সেরা খেলোয়াড় হয়ে গেছে এমনও কিন্তু নয়। যদি সেরা হতে হয়, নেইমারকে আগে শিরোপা জিতে দেখাতে হবে। এরপরই ব্রাজিলিয়ান তারকাকে কঠোর উপদেশ দিয়েছেন দুগারে, নেইমার, তোমাকে বলছি। তুমি এখনই পিএসজির কেউকেটা জাতের কেউ হয়ে যাওনি। তোমাকে আদব শিখতে হবে, কঠোর অনুশীলন করতে হবে, দলকে তুলে ধরতে হবে। গত রোববার লিঁওর বিপক্ষে পেনাল্টি, ফ্রি-কিক নেওয়াকে কেন্দ্র করে নেইমার-কাভানির দ্বন্দ্বের শুরু। সেই দ্বন্দ্বে কাভানির দায়টা কমই দেখছেন দুগারে। উরুগুয়ে ফরোয়ার্ড পাচ্ছেন তার সমবেদনাও, কাভানিকে আমি চার বছর ধরে দেখছি। সে মোটেও ঝগড়া বাধানোর মত খেলোয়াড় নয়। সে আমার সমবেদনা পাচ্ছে। কাভানি পরিশ্রম করে খেলে। পুরো মাঠ দৌড়ে বেড়ায়। খুবই ভালো মনের একজন খেলোয়াড়। আরএস/০৯:৫৩/২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hkDyE7
September 22, 2017 at 03:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top