জেদ্দা, ০৭ সেপ্টেম্বর- বিশ্বকাপের মূলপর্বে যেতে হিমশিম খাচ্ছে বাঘা বাঘা দলগুলো। ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে পড়তে পারে জনপ্রিয় দল আর্জেন্টিনা। তবে, জাপানকে ১-০ গোলে হারিয়ে অনেকটা নাটকীয়ভাবেই বিশ্বকাপের মূলপর্বে উঠে গেল সৌদি আরব। ২০০৬ সালের পর সৌদি আরবের আর বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি। জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ার নির্বাচনী প্রতিযোগিতায় এ ফলাফল নির্ধারিত হয় মঙ্গলবার। খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলো ৬২ হাজার ১৬৫ জন দর্শক। স্ট্রাইকার ফাহাদ আল মওলাদ ডান দিকের একটি পাস পেয়ে খেলার ৬৩ মিনিটের সময় কাঙ্খিত গোলটি দেন। ওই একটি গোলেই তার জাতির ভাগ্য নির্ধারিত হয়ে যায়। দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশিদ আল-মাকতুম সৌদি আরব ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে আরববিশ্ব থেকে সৌদি আরব প্রতিনিধিত্ব করবে, সেই জন্য তাদের অভিনন্দন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wKAnuN
September 08, 2017 at 12:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন