শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরই ফের অশান্ত হয়ে উঠল পাহাড়। আজ সকাল থেকেই কার্সিয়াংয়ের রাস্তায় বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন বন্ধ সমর্থনকারীরা। বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করেছেন তারা। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাহাড়ের রাস্তায় এদিন সকাল থেকে কোনও গাড়ির দেখা মেলেনি। বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট।
প্রসঙ্গত, গতকাল কার্সিয়াংয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর বিনয় তামাং ঘোষণা করেন, আগামী ১২ সেপ্টেম্বর সর্বদল বৈঠক না হওয়া পর্যন্ত পাহাড়ে বন্ধ স্থগিত থাকছে। তবে, এর ঘন্টাখানেকের মধ্যেই দার্জিলিং থেকে অডিও টেপে বিমল গুরুং ঘোষণা করেন, পাহাড়ের বন্ধ উঠছে না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2guz3q3
September 01, 2017 at 12:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন