চট্টগ্রাম, ০২ সেপ্টেম্বর- সব কিছু ঠিকঠাক থাকলে চট্টগ্রাম টেস্টে দেখা যেতে পারে মুমিনুল হককে! অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা একাদশেই থাকবেন মুমিনুল হক। সিরিজ নির্ধারণী টেস্টে বাংলাদেশ আট স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে! অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় দুই ইনিংসেই বোলিং ছিল হানড্রেড পারসেন্ট। ব্যাটিংয়ে দুই-একটি জায়গায় ছিল ঘাটতি। ওই ঘাটতি রাখতে চাচ্ছে না টিম ম্যানেজম্যান্ট।এ কারণে টেস্টে আট ব্যাটসম্যান, দুই স্পিনার এবং এক পেসার নিয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। টপ অর্ডারের ব্যাটিং পজিশনে আসছে পরিবর্তন! ঢাকা টেস্টে প্রথম ইনিংসে চারে ব্যাটিং করা সাব্বির ব্যাটিং করবেন সাতে। যদিও প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়ে ব্যাটিং করেছিলেন সাব্বির। চারে ব্যাটিং করবেন মুমিনুল হক, যেখানে তার ব্যাটিং গড় এখনও ষাটের কাছাকাছি। মুমিনুলের সঙ্গে দলে জায়গা পাওয়ার দৌড়ে ছিল উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। কিন্তু উইকেটের পিছনে মুশফিকুর রহিম দায়িত্ব পালন করবেন বলে লিটনকে বসে থাকতে হচ্ছে। মুমিনুল হককে একাদশে সুযোগ দেয়ার আরেকটি কারণও রয়েছে। ঢাকা টেস্টে শর্ট লেগ ফিল্ডিংয়ে ক্যাচ মিস হয়েছে তিনটি। মুমিনুল হক শর্ট লেগের স্পেশালিস্ট ফিল্ডার। টপ অর্ডারে তামিম ইকবালের সঙ্গী সৌম্য সরকার। এরপর ইমরুল কায়েস। দুই টেস্ট পর দলে ফেরা মুমিনুলের পর রয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই সিনিয়র ক্রিকেটারের পর খেলবেন সাব্বির রহমান ও নাসির হোসেন। আর/১০:১৪/০২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iQS6vr
September 03, 2017 at 05:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top