মস্কো, ০৯ সেপ্টেম্বর- বিয়ে করলেন রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে স্বর্ণ জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মার্গারিটা মামুন। বর আলেকজান্ডার সুকুকরুভ তার মতই আরেক অ্যাথলেট। ২০০৮ বেইজিং অলিম্পিকে রৌপ্য পদক জিতেছেন তিনি। শুক্রবার রাতে মস্কোতে বিয়ের অনুষ্ঠান হয় বলে জানিয়েছে রুশ ক্রীড়া দৈনিক আর-স্পোর্টস। আলেকজান্ডার ২০১২ সালের ডিসেম্বরে বল অফ দ্য অলিম্পিয়ান্স রাশিয়ার সময় মার্গারিটাকে প্রস্তাব দিয়েছিলেন। মার্গারিটা মামুন রিও ডি জেনিরোতে অলিম্পিকের চ্যাম্পিয়ন। ২১ বছরের এই তরুণী বিশ্ব চ্যাম্পিয়ন্সশীপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপে চারটি সোনা জিতেছেন। মার্গারিটার ২৯ বছরের বর আলেকজান্ডার ২০০৮ বেইজিং অলিম্পিকে ৪২০০ ফ্রি-স্টাইল রিলেতে রৌপ্য এবং ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন্সশীপে পদক জয়ী। মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান। মা রাশিয়ান আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার। মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে। রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে মার্গারিটার। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xcsPSh
September 09, 2017 at 11:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন