চুরি হয়ে গেলো নায়করাজের ‘লক্ষ্ণী কুঞ্জ’ !

সুরমা টাইমস ডেস্ক:: নায়করাজ রাজ্জাক তার গুলশানের বাড়িটির নাম দিয়েছিলেন প্রিয়তমা স্ত্রীর নামের সঙ্গে মিলিয়ে। গুলশানের ‘লক্ষ্ণী কুঞ্জ’তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নায়করাজের অবর্তমানে তার স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে ‘লক্ষ্ণী কুঞ্জ’। কিন্তু দুঃসংবাদ হলো, বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গেছে।

রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানান, ৩০শে সেপ্টেম্বর সকালে তারা দেখেন যে, বাড়ির নেমপ্লেটটি কে বা কারা খুলে নিয়ে গেছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন তারা। দেয়ালের সঙ্গে সাঁটানো নেমপ্লেটটি খুলতে চোরদের ভালোই বেগ পেতে হয়েছে বলে মনে করছেন সম্রাট। কিন্তু কী কারণে এটি চুরি হতে পারে এ নিয়ে তার কোনো ধারনা নেই।

নেমপ্লেট চুরি হয়ে যাওয়ার পরএক মাস দশদিন আগে (২১শে আগস্ট) পৃথিবীর মায়া ত্যাগ করেন রাজ্জাক। তার প্রিয় ‘লক্ষ্ণী কুঞ্জ’-এ এখন বসবাস করছেন তার স্ত্রী, সন্তান আর নাতি-নাতনিরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xF6zkn

September 30, 2017 at 11:35PM
30 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top