ঝাড়খণ্ডে বাজি কারখানায় আগুন, মৃত ৮

জামশেদপুর, ২৫ সেপ্টেম্বরঃ বেআইনি বাজি কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮ জনের। গুরুতর আহত আরও ২৫ জন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে হাজির দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে হাজির পুলিশবাহিনীও। উদ্ধারকার্যে সহায়তা করছে তারা। নিরাপত্তার কারণে কারখানা সংলগ্ন বাড়িগুলি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘাটশিলার এসডিও অরবিন্দ কুমার লাল জানিয়েছেন, বেআইনিভাবে প্রচুর বাজি মজুত ছিল সেই বাড়িতে। আইনের তোয়াক্কা না করেই বাজি তৈরি চলত সেখানে। রবিবার মাঝরাতে হঠাত্ তাতে আগুন ধরে যায়। তাতেই বিপত্তি বাঁধে। বাড়ির একটি দেওয়ালও ভেঙে যাওয়ায় তার নীচে কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে আমাদের আশঙ্কা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। জামশেদপুর ও ঘাটশিলা থেকে পরে আরও তিনটি ইঞ্জিন পৌঁছয়। এখনও পর্যন্ত বাজি ফাটার শব্দ শোনা যাচ্ছে সেই এলাকায়।

মুখ্যমন্ত্রী রঘুবর দাস সেই এলাকা পরিদর্শনে আসেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে, দুর্ঘটনায় মৃতদের নিকট আত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wLuRK2

September 25, 2017 at 01:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top