ঢাকায় স্ত্রী হত্যা,পলাতক ঘাতক স্বামী সুনামগঞ্জে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :: ঢাকায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে আসা এক ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গতকাল রবিবার তাকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বাগলী বাজার থেকে গ্রেফতার করা হয়। আজ সোমবার ঢাকার কদমতলী থানা পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে গেছে।

গ্রেফতারকৃত ইসমাঈল হোসেন (২৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিন্দুরী গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার কদমতলী থানা এলাকায় বসবাসরত অবস্থায় গত ১৪ই সেপ্টেম্বর ইসমাঈল হোসেন নিজের স্ত্রী মীমকে (২০) হত্যা করে সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। মীমের বাড়ি বরিশালের ঝালকাটিতে। এ ব্যাপারে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পলাতক ইসমাঈল পালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। সুনামগঞ্জের গোয়েন্দা পুলিশের একটি টিম তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাহিরপুর সীমান্তবর্তী বীরেন্দ্র নগর বাগলী বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কদমতলী থানা থেকে একদল পুলিশ এসে সোমবার দুপুরে ইসমাঈলকে নিয়ে গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yodlrr

September 26, 2017 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top