ডোমকল, ৩ সেপ্টেম্বরঃ দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। ইদের দিনেও বন্ধ বিদ্যুৎ পরিসেবা। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে পরিসেবায় গাফিলতির অভিযোগ স্থানীয়দের। এরই প্রতিবাদে গভীর রাতে বিদ্যুৎ দপ্তরে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। শনিবার রাতে মুর্শিদাবাদে ডোমকল বাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, গত মাস তিনেক ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট সারা ডোমকল মহকুমা জুড়ে। সমস্যার কথা বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। ভাঙচুর করা হয় ওই দপ্তরের আসবাব সহ বিভিন্ন সরঞ্জাম। ভাঙচুর করা হয় বিদ্যুৎ দপ্তরের একটি গাড়িও। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। সম্প্রতি অবিরাম বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। অবিলম্বে সমস্ত সমস্যার সমস্যার সমাধান করা হবে- আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় জনতা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2x2iOry
September 03, 2017 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন