আজ মধ্যরাত থেকে বিদ্যুৎবিভ্রাটে পড়তে পারে সিলেট

নিজস্ব প্রতিনিধি; গ্যাস লাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার মধ্যরাত থেকে বিদ্যুৎবিভ্রাটে পড়তে পারে সিলেট।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের গ্যাস লাইনে জরুরি মেরামত কাজ করবে। এ মেরামত ও সংরক্ষণ কাজ চলবে পরবর্তী ৫০ ঘণ্টা। এই সময়ে সিলেটে লোডশেডিং বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের সিলেট কার্যালয়ের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস সুরমা টাইমসকে বলেন, শেভরনের সংস্কার কাজের কারণে সিলেট অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহে গ্যাস সরবরাহ সীমিত এবং ক্ষেত্রবিশেষ বন্ধ থাকবে। তাই জাতীয় গ্রীড থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কম হবে। এ কারণে পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা-রাত ১১) কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে। তবে সেটি টানা কয়েক ঘন্টা হবে সেরকম কিছু নয়।

তিনি বলেন, সিলেটে এখন প্রতিদিন ৪২০ মেঘাওয়াটের মতো বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে ঈদের ছুটি থাকায় এখন বিদ্যুতের চাহিদা কিছুটা কম। তাই বিদ্যুৎ সরবরাহ কমলেও খুব বেশি লোডশেডিং হবে না।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2eDDJJF

September 04, 2017 at 08:24PM
04 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top