শিলিগুড়ি, ৮ আগস্টঃ শুক্রবার দুপুরে মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য হেমন্ত গৌতমের শিলিগুড়ির বাড়ি ও দোকানে তল্লাশি চালাল পুলিশ। মিলন মোড়ে তাঁর বাড়ি ও মোবাইলের দোকানে তল্লাশি করে প্রচুর সিমকার্ড, নথি, ভোটার কার্ড আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হেমন্তকে পুলিশ ১ সেপ্টেম্বর সিকিমের নামচি থেকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করা সহ একাধিক অভিযোগ রয়েছে। ১০ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন হেমন্ত। তাঁকে সঙ্গে নিয়েই এদিন প্রধাননগর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালায়।
এদিকে এদিন দুপুরে চকবাজারে মোর্চার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হলে পুলিশ মিছিলে ঢুকে ব্যাপক লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে মোর্চার ২০-২২ জন জখম হয়েছে বলে জানা গিয়েছে।
ছবিঃ মিলন মোড়ে হেমন্ত গৌতমের বাড়িতে পুলিশের তল্লাশি। — রণজিৎ ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xUj0Gz
September 08, 2017 at 02:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন