আগষ্টে ৩১ আসামীকে আটক করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ

মো. জাকির হোসেন ● বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ আগষ্ট মাসে ফাঁড়ি’র আওতাধীন বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, শাড়িসহ যানবাহন ও শিশু ধর্ষণ মামলার আসামীসহ ৩১জনকে আটক করেছে।

দেবপুর ফাঁড়ি পুলিশ সুত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ির আওতাধীন ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ এই ৪ টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই ফাঁড়ি পুলিশের সদস্যরা আগষ্ট মাসে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় তারা আমদানী নিষিদ্ধ ৮ কেজি ভারতীয় গাঁজা, ১’শ ৮৯ পিছ ইয়াবা, ৪’শ ৫৮ পিছ ভারতীয় শাড়ি, ১ টি প্রাইভেটকার, ৩ টি সিএনজি অটোরিক্সা, ১ টি মোটরসাইকেল উদ্ধার করে।

এছাড়াও মোকাম ইউনিয়নের কাকিয়ারচর পশ্চিমপাড়া গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন কর্তৃক ৭ বছরের এক শিশু ধর্ষণকারী জাকির হোসেনসহ মাদক পাচাঁরকারী, ডাকাতি ও অন্যান্য মামলায় ৩১ জন আসামীকে আটক করে।

এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ মাদকসেবীকে যথাক্রমে ৬ ও ২ মাস কারাদন্ড প্রদান করেন।

দেবপুর ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মনঞ্জুর কাদের ভূইয়া জানান, তার দিক নির্দেশনায় ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম, এসআই শাহাদাৎ, এএসআই জহিরুল ইসলাম, এএসআই সোহেলসহ ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্যরা এসকল অভিযান পরিচালনা করেন।

The post আগষ্টে ৩১ আসামীকে আটক করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2euHvoz

September 01, 2017 at 10:50AM
01 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top