অ্যাশেজকে ঘিরে ইংল্যান্ড শিবিরে উত্তেজনা চলছিল অনেক দিন ধরেই। যদিও বাধ সেধেছিল বেন স্টোকসের জেলে গমন। এমন ঘটনার পরেও তাকে স্কোয়াডে রেখে দল সাজিয়েছে ইংল্যান্ড। ১৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিন নতুন মুখ। এরা হলেন সমারসেটের হয়ে খেলা ক্রেইগ ওভারটন, সারের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস ও হ্যাম্পশায়ারের লেগ স্পিনার ম্যাসন ক্রেন। জায়গা পেয়েছেন ব্রিস্টলে গ্রেফতার হওয়া তারকা বেন স্টোকসও। এছাড়া ফিরেছেন জেমস ভিন্স ও গ্যারি ব্যালান্স। একই সঙ্গে এই সিরিজে কিছু কোচও নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। সাবেক কিউই পেসার শেন বন্ডকে ফাস্ট বোলিং কোচ হিসেবে রাখা হয়েছে আসন্ন সিরিজে। কোচিং প্যানেলে থাকবেন পল কলিংউড। ব্রিস্টলে সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। গত রবিবারই ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে জয়ের পর ব্রিস্টলে এক অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট থাকায় স্টোকসকে গ্রেফতার করে পুলিশ। ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে মারপিট করার অভিযোগে টেস্ট সহঅধিনায়ককে সারারাত কারাগারে আটক রাখা হয়। তবে তদন্ত সাপেক্ষে কোনও অভিযোগ ছাড়াই সকালে মুক্তি দেওয়া হয় স্টোকসকে। এমন অভিযোগে চতুর্থ ওয়ানডেতে তার খেলা না হলেও অ্যাশেজে তাকে রাখার পক্ষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। তার মতে ক্রিকেটীয় দর্শনেই দলে থাকছেন ইংল্যান্ড এই অলরাউন্ডার। ইংল্যান্ড গত সফরে অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েছিল ৫-০ ব্যবধানে। তাই এবার অ্যাশেজ শিরোপা পুনরুদ্ধারে লড়বে ইংল্যান্ড। ঘরের মাঠে ২০১৫ সালে জিতেছিল ইংলিশরা। ইংল্যান্ড অ্যাশেজ স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, জ্যাক বল, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেন, বেন ফোকস, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, ক্রিস ওকস। এআর/১৬:৩২/২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k24zNF
September 27, 2017 at 10:31PM
27 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top