বিশ্বনাথের ৫৮ জনের চোখে ফিরবে আলো

96339বিশ্বনাথ ( সিলেট )  প্রতিনিধি :: দৃষ্টি সবার অধিকার’ এমন শ্লোগানে সিলেটের বিশ্বনাথের ৫৮জন নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব অব সিলেট। এছাড়া আরও পাঁচশতাধিক রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর (সদুরগাঁও) মিলিটারী বাড়িতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। এখানে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা প্রাথমিক বাছাইর কাজ সম্পাদন করেন। বাছাইকৃতদের বৃহস্পতিবার সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে।

এদিকে, বুধবার বাছাই ক্যাম্পেইনে আগে আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট সভাপতি লায়ন সৈয়দ এম এ কাইয়ুমের সভাপতিত্বে ও ভাইর্স প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. এম এ গাফফার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ক্লাব সেক্রেটারি লায়ন ডা. সোলাইমান আহমদ, জয়েন্ট ট্রেজারার লায়ন হুমাযুন কবীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার ওসি) সামছুদ্দোহা পিপি এম, এস এ শফি, ক্লাব সদস্য ও এক্সেলসিওর সিলেটের পরিচালক আহমেদ আলী, থানার এসআই সবুজ মিয়া, মুক্তিযোদ্ধা আপ্তাব আলী, মুরব্বি রহমান আলী, সৈয়দ রাজ্জাক আলী, প্রবাসী সিরাজুল ইসলাম, এনামুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, হিরণ মিয়া, আতিকুল ইসলাম, জাহাঙ্গির আলম, হুমায়ুন কবীর জুয়েল, মাহফুজ ইসলাম, মিফতাউল আলম, কামরুল ইসলাম, লিটন মিয়া, হক মিয়া, মারুফ মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xjxgsq

September 21, 2017 at 03:42PM
21 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top