টাইগারদের লক্ষ্য ‘বাংলাওয়াশ’

সুরমা টাইমস ডেস্ক:: ক্রিকেট বিশ্বে শক্তিশালী হিসেবে পরিচিত নিউজিল্যান্ড, পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে সেটা ৫০ ওভারের ম্যাচে। টেস্ট ক্রিকেটে এই প্রথমবারের মত শক্তিশালী অস্ট্রেলিয়াকে ‘বাংলাওয়াশ’ এর স্বাদ দিতে উন্মুখ হয়ে আছে টিম টাইগার। চট্টগ্রাম টেস্টের আগের দিন আজ রবিবার টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম বললেন, তাদের লক্ষ্য ২-০।

মুশফিক বললেন, ‘আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি এটা বাড়তি সুবিধা। তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা। তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যথারীতি শের-ই-বাংলার মত করেই তৈরী হয়েছে এতে কোনো সন্দেহ নেই। উইকেট মনেও ধরেছে মুশফিকের। তবে প্রথম টেস্ট হেরে বড় ধরণের চাপে আছে অস্ট্রেলিয়া। এটাকে ‘নৈতিক বিজয়’ হিসেবে দেখছেন মুশফিক, ‘চাপে থাকলেই যে তারা হেরে যাবে, তা নয়। অনেক পেশাদার দল। এটাও সত্যি, তারা অন্তত জেনে গেছে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা ভয়ংকর। এটা আমাদের নৈতিক বিজয়। কিন্তু এটা নিয়ে বসে থাকলে হবে না। প্রথম টেস্টে অনেক সময় অনেক চাপ জয় করে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা চাইব এটার ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি। ‘



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wvWFQV

September 04, 2017 at 12:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top