কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে চলল বোমাবাজি

কালিয়াচক, ১৬ সেপ্টেম্বরঃ পুলিশকে লক্ষ্য করে চলল বোমাবাজি-গোলাগুলি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মধুমোড় এলাকা। দুস্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর জখম হন এক পুলিশকর্মী এবং ৩ জন সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় বেদরাবাদ হাসপাতালে ভরতি করা হয়েছে আহতদের। এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ ও র‍্যাফ বাহিনী ২ জন দুস্কৃতীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৈষ্ণবনগরের কৃষ্ণপুর এলাকার একটি রাস্তায় ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল দিন কয়েক আগে। তবে ওই এলাকার কয়েকজন দুস্কৃতী কাজের বরাত পাওয়া ঠিকাদারের কাছে ১ লক্ষ টাকা তোলা দাবি করে। কিন্তু ওই ঠিকাদার সেই টাকা দিতে অস্বীকার করে। ঠিকাদারের বক্তব্য, কাজের বরাত ছিল ৪ লক্ষ ৮৮ হাজার টাকা। মালদা জেলা পরিষদ থেকে মুন্সীটোলার মোয়াজ্জেম মোড় পর্যন্ত ঢালাইয়ের কাজ করা হবে। কিন্তু শনিবার সকালে কাজ শুরু করা হলে ওই দুস্কৃতীরা বাধা দেয়। ফলে ঠিকাদার সহ এলাকাবাসী খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। অভিযোগ, পুলিশের সামনেই তোলা আদায়ের দাবি করতে থাকে দুস্কৃতীরা। পুলিশ কাজ শুরু করতে বললে দুস্কৃতীরা পুলিশকে লক্ষ করে বোমা ছুঁড়তে থাকে। অভিযোগ, মাসকট দিয়ে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়। বিশাল পুলিশ ও র‍্যাফ বাহিনী নিয়ে হাজির হয় থানার আইসি সঞ্জয় বিশ্বাস। এই ঘটনায় ২ জন দুস্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতিতেই ফের রাস্তার কাজ শুরু করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xGsEPY

September 16, 2017 at 07:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top