মো. আবুল কাশেম :: কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ পত্রিকার সম্পাদক ও দৈনিক জালালাবাদ’র বিশ্বনাথ প্রতিনিধি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন ‘‘সকলের দোয়া ও অকৃত্রিম ভালবাসায় এখন আমি অনেকটা সুস্থ আছি। সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। ।
আমার অসুস্থতার খবরে দেশ-বিদেশে থাকা আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী-সতীর্থ সাংবাদিক বন্ধুরা, সুধী-শুভাকাঙ্খীরা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যারা দুশ্চিন্তা, উদ্বেগ-উৎকন্ঠায় ছিলেন, আমার প্রতি অকৃত্রিম ভালবাসা দেখিয়েছেন, দোয়া করেছেন, সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছেন, হাসপাতালে দেখতে ছুটে গিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ করে আমি নিজের হঠাৎ অসুস্থতার খবর প্রচার করতে না চাইলেও স্যোসাল মিডিয়ায় সুহৃদয় বন্ধুদের অকৃত্রিম ভালবাসা আর হৃদয়ের আহব্বানে সুস্থতার জন্য যারা দোয়া চেয়ে বিভিন্ন পোষ্ট, কমেন্টস, লাইক, শেয়ার এবং সবার কাছে দোয়া চেয়ে আমাকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে নিলেন তাদের এই অকৃত্রিম হৃদয় ছোঁয়া ভালবাসার মূল্য আমার পক্ষে দেয়া সম্ভব নয়।
তবে কৃতজ্ঞচিত্তে ভবিষ্যৎতে মর্যাদা দিতে সচেষ্ট থাকবো। আপনাদের এই দোয়া ও ভালবাসা আমার হৃদয় অলিন্দ স্পর্শ করতে পেরেছে বলেই মহান মাবুদের ইচ্ছায় তড়িৎ সুস্থতা দান করেছেন। আমি হাসপাতালে থাকা অবস্থায় আমার অসুস্থতার খোঁজ-খবর নিতে অনেকেই আমার ফোন বন্ধ পেয়ে টেক্স ম্যাসেজ, ইনবক্স, হোইটসআপ করে অবস্থা জানতে চেয়েছেন কিন্তু হাসপাতালে ফোন ব্যবহার করতে না পারায় আমি কোন উত্তর দিতে পারিনি।
এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চিকিৎসক আপাততঃ কয়েক দিন বিশ্রাম ও মোবাইল ফোন কম ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কাজেই কেউ আমাকে মোবাইলে না পেলে মনে কষ্ট না নেয়ার সবিনয় অনুরুধ রইলো।
আমি গত ১৭ই আগষ্ট বুধবার হঠাৎ বুকে সামান্য ব্যথা অনুভব করলে ডাক্তারের পরামর্শে রাত ১২,২০মিনিটে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন সিলেটে ভর্তি হই। দেশখ্যাত হার্ড স্পেশালিষ্ট ডাক্তার খালেদ মহসিনের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতাল কর্তৃপক্ষ যে উন্নত চিকিৎসা সেবা দিয়েছেন তাতে আমি নিজে অভিভূত।
হাসপাতালটি প্রচার-প্রচারণার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকলেও সিলেট বিভাগের কোটি মানুষের জন্য আমি মনে করি এই ন্যাশন্যাল হার্ড ফাউন্ডেশনটি একটি আশির্বাদ। হার্ড ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি শুভেচ্ছা আর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2wERNZA
September 06, 2017 at 04:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন