বিবাহবিচ্ছেদের আর্জিতে আর নয় ৬ মাসের অপেক্ষাঃ সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বরঃ হিন্দু দম্পতিদের পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের জন্য আর অপেক্ষায় থাকতে হবে না ৬ মাস। এক সপ্তাহের মধ্যেই তাঁদের বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি হতে পারে। এমনই জানাল সুপ্রিমকোর্ট।

উল্লেখ্য, হিন্দু দম্পতি বোঝাপড়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করলে, তাঁদের বিবাহবিচ্ছেদের প্রায় ১৮ মাস সময় লাগে। এটি প্রমাণ করতে হয় যে, ওই দম্পত্তি ১২ মাস আলাদা আছেন। এরপর ৬ মাসের জন্য ‘কুলিং অফ পিরিয়ডে’র জন্য অপেক্ষা করতে হয়।

বিচারপতি এ কে গোয়েল এবং বিচারপতি ইউ ইউ উদিতের ডিভিশন বেঞ্চ জানায়, দম্পতিরা হঠকারী সিদ্ধান্ত যাতে না নিয়ে ফেলেন, তা নিশ্চিত করতেই ৬ মাসের এই ‘কুলিং অফ পিরিয়ড’ রাখা হয়। তবে তা কখনই বাধ্যতামূলক হতে পারে না। কারণ দম্পত্তিদের মধ্যে যাবতীয় বিষয় নিয়ে নিষ্পত্তি হয়েও যাদি দু’জন ফের মিলিত হতে না চান, তাহলে এতে আর সময় দীর্ঘ করার কোনও মানে হয় না।

বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়ার এক সপ্তাহের মধ্যেই ৬ মাস অপেক্ষার এই সময়সীমা বাদ দেওয়ার আবেদন জানিয়ে দম্পতিরা আদালতে আবেদন করতে পারেন বলে জানিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w6BkPg

September 13, 2017 at 01:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top