নিজস্ব প্রতিনিধি :: মৌলভীবাজার সদর এলাকা থেকে রোববার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে – মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাদেফতেপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. শাহিন মিয়া(৪০), অপর জন একই গ্রামের আব্দুল আহাদের ছেলে মো. রাজু আহমদ (২৪)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর বিশেষ একটি দল
জেলার সদর থানার সরকার বাজার সংলগ্ন মানিক মিয়ার বাড়ির উত্তর পাশে ইটের রাস্তার উপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩৬৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১লাখ ৪৬হাজার টাকা। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দুস্কৃতিকারীরা ইয়াবা ট্যাবলেট তাদের নিকট মজুদ রাখে। পরে সুযোগ বুঝে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গঠিত নেটওয়ার্কের মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করত। উদ্ধারকৃত ইয়াবা ও আসামীদের মৌলভীবাজারের সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xt4Mww
September 25, 2017 at 12:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন