লন্ডনঃ আজ স্থানীয় সময় ৮.২০ মিনিটে দক্ষিণ – পশ্চিম লন্ডনে পারসন্স গ্রীণ নামক স্টেশনে ট্রেনে একটি বিস্ফোরণ হয়েছে। এ বিস্ফোরণকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে চিহ্ণিত করেছে ।
শেষ সংবাদ পাওয়া পর্যন্ত লন্ডন এম্বেলেন্স ১৮ জনকে হাসপাতালে নিয়েছে।
লন্ডনের পাতাল রেল নেটওয়ার্কের একটি ট্রেনের কামরার ভেতরে আজ সকালে এই বিস্ফোরণ ঘটে।
ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পার্সনস গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পায়।এর পরপরই সেখান থেকে আগুন উঠতে দেখা যায়।
যাত্রীরা জানিয়েছে কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়, সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কিছু মানুষ আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা বলছেন একজন মহিলাকে মুখ ও পায়ে অগ্নিদগ্ধ অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হয়। তার জ্ঞান ছিল।
টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে বাজার করার প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে একটি কালো হয়ে যাওয়া রংএর টিন যার মধ্যে থেকে তারের মত জিনিস বেরিয়ে আছে। সেখান থেকে আগুন জ্বলছে অবশ্য আগুন খুবই ছোট মাপের।
বড়ধরনের কোন ধ্বংসের ছবি দেখা যায় নি।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2x3HLje
September 15, 2017 at 04:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন