বাসন্তী, ৫ সেপ্টেম্বরঃ পুলিশকে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খিরিসতলা গ্রামের ঘটনা। বাসন্তীর খিরিসতলা ও আশপাশের গ্রামগুলিতে গতকাল সারাররাক ধরে তল্লাশি অভিযান চালানোর পর আজ সকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
গতকাল দুপুরে খিরিসতলা গ্রামে জাকির শেখ নামে স্থানীয় ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের এক সদস্যকে খুনের অভিযোগে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। ইট, লাঠি, কাঠ দিয়ে মূলত মহিলারাই পুলিশকর্মীদের মারধর করেন। ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়িও। এই ঘটনায় জখম হন ১১ জন পুলিশকর্মী। এই ঘটনায় অভিযুক্তদের ধরার উদ্দেশ্যে আজও চলছে পুলিশি টহলদারি।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে মৃত্যু হয়েছিল মুজিবর মল্লিক নামে এক যুব তৃণমূল কর্মীর। সেই খুনের ঘটনাতেই নাম জড়ায় জাকির শেখের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vHmhv7
September 05, 2017 at 01:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন