নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় একটি দুর্গা পূজা মন্ডপে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুরাদনগর উপজেলার ১০নং যাত্রাপুর দক্ষিণপাড়া এলাকায় বিমল দাসের দুর্গা পূজামন্ডপে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ২টার দিকে এই দুর্গা পূজা মন্ডপেই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার ১০নং যাত্রাপুর দক্ষিণপাড়া বিমল দাসের বাড়িতে দুর্গা পূজামন্ডপে মঙ্গলবার গভির রাতে পূজা মন্ডপের লাইটিং কাজ শেষ করে কর্মীরা খাওয়ার জন্য বাড়ির ভিতরে যায়।
ওই সময় দুষ্কৃতকারীরা পূজা মন্ডপে হামলা চালিয়ে দুর্গা প্রতিমার পাসহ শরীরের বিভিন্ন অংশ ভাঙচুর করে মাটিতে ফেলে দেয়। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই ঘটনায় মুরাদনগর থানার এসএম বদিউজ্জানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জান জানান, মূর্তি ভাংচুরের ঘটনায় যাত্রাপুর মন্দির কমিটির সভাপতি বিমল দাস বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এবিষয়ে তদন্ত করছে।
ছবিঃ প্রতীকী
The post কুমিল্লায় পূজা মন্ডপে হামলা; প্রতিমা ভাঙচুর appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2jXF7ca
September 26, 2017 at 03:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন