বিশ্বনাথে ইলিয়াসের সন্ধান কামনায় বিএনপির আলোচনা সভা-দোয়া মাহফিল

DSC_0913মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে রোববার (১৭সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, অলংকারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী মোজাহিদ, বিএনপি নেতা শামছুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামীমুর রহমান রাসেল, কদর আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শাহ আমির উদ্দিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, যুগ্ম-সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ। সভায় বক্তারা বলেন, সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন করতে গিয়ে বিশ্বনাথ বিএনপির শতশত নেতাকর্মী কারাবরণ করেছেন। হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতন চালিয়ে বিএনপিকে দমন করা যাবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আবুল বশর ও জামাল আহমদ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2xcDpIk

September 17, 2017 at 07:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top