রিয়াল মাদ্রিদের সঙ্গে রোববারই নতুন চুক্তিতে আবদ্ধ হন দানি কারভাহাল। একদিন পর আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন এই স্প্যানিশ তারকা। নতুন চুক্তির ফলে ২০২২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন কারভাহাল। চলতি মাসে মার্সেলো ও ইসকোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে কারভাহালের সঙ্গে লম্বা চুক্তি করল রিয়াল মাদ্রিদ। গোল ডটকমের মতে, চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৩৫০ মিলিয়ন ইউরো। অর্থাৎ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রিয়ালের ইচ্ছার বাইরে কেউ এই ফুল-ব্যাক কিনতে চাইলে ৩৫০ মিলিয়ন ইউরো গুনতে হবে। বলে রাখা ভালো, বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির রিলিজ ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। গত মাসে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কিনে নিয়ে ট্রান্সফার মার্কেটে হইচই ফেলে দেয় পিএসজি। যে কারণে ইউরোপিয়ান ক্লাবগুলো দলের অন্যতম সেরা তারকা খেলোয়াড়দের লম্বা সময় ক্লাবে ধরে রাখার লক্ষ্যে আকাশছোঁয়া রিলিজ ক্লজ নির্ধারণ করে দেয়। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠার পর লোনে জার্মান লিগের দল বায়ার্ন লেভারকুসেনের হয়ে আলো কাড়েন কারভাহাল। এরপর জার্মানি থেকে ২০১৩ সালে রিয়ালে ফিরে আসেন তিনি। জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর প্রথম একাদশে নিয়মিত মুখ হয়ে উঠেন জিদান। এছাড়া ২০১৪ সালে অভিষেকের পর স্পেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেন ১৪ ম্যাচ। আর/১০:১৪/১৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wBvRvr
September 19, 2017 at 05:23AM
18 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top